খুলনার খবর।। নগরীর খালিশপুরের ১১ নং ওয়ার্ডের সাবেক যুবদলের আহবায়ক মাসুদ রানা সন্ত্রাসীদের ছুরিরাঘাতে গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১২ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে মাসুদ রানা নামে একজনকে এলোপাথাড়ি ভাবে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয়রা চিৎকার চেঁচামি শুনে আশেপাশের স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অবস্থা আশংকাজনক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। তাৎক্ষনিক দেখতে যান খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও রবিউল ইসলাম রুবেল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তাদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
আহত ব্যক্তির পরিচয় :১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ হোসেন(৪৫), পিতা- মোঃ আব্দুল মান্নান হাওলাদার, সাং- লাল হাসপাতালের সামনে ১১ নং ওয়ার্ড, থানা- খালিশপুর, খুলনা মহানগরী।।
বিস্তারিত তথ্য আসছে…
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।