মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে এক পক্ষের যশোর বাঘারপাড়া উপজেলার জয়রামপুর জামদিয়ার মৃত জলিল সরদারের তিন ছেলে জামাল সরদার (৪৮), জুয়েল সদ্দার (৪২) ও জালাল সরদার (৫০) । অন্য পক্ষের আহতরা হলেন আব্দুল মান্নান সদ্দারের তিন ছেলে ইকরামুজ্জামান ৩৩,মাজহারুল (২৯) ও পরান (২১)।পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবার অবস্থা আশঙ্কামুক্ত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।