খুলনার খবর ||খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আইডিয়াল কলেজের সামনে পাইপের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক পাইপ মিস্ত্রি। নিহতের নাম মো. বাদল (২৬)। তিনি লবণচরা থানার সাচিবুনিয়া দারোগার ভিটার মনিরুল ইসলামের ছেলে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাদল কলেজের সামনে পাইপের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।