মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনা জেলার কয়রা উপজেলা জুড়ে চলাচলের প্রধান সড়কগুলো বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো কাদা ও পানি জমে একেবারে চলাচল অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, কয়রা উপজেলার বেশিরভাগ গ্রামীণ ও আঞ্চলিক সড়ক সংস্কারের অভাবে ভয়াবহ দুরবস্থায় পরিণত হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাই প্রতিদিনই চরম ভোগান্তি পোহাচ্ছেন। বিশেষ করে রাস্তায় গর্ত ও ভাঙাচোরা অংশে যাতায়াতের সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
অটো, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো প্রায়ই আটকে পড়ে এবং যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দুর্ভোগে কাটাতে হয়। এলাকার মানুষজন বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের জন্য দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি।এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিদিন বাজারে মালপত্র নিয়ে যাই, কিন্তু রাস্তাঘাটের এ অবস্থার কারণে ঠিকমতো ব্যবসা করা কঠিন হয়ে গেছে। খরচ বেড়েছে, সময় নষ্ট হচ্ছে।
শিক্ষার্থীদের অভিমত, “বৃষ্টি হলে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কাদা আর পানি জমে গিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায় না।”কয়রার সাধারণ মানুষ দাবি করেছেন, অবিলম্বে রাস্তাঘাট সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে।
অন্যথায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে কয়রা উপজেলাবাসীর এই চরম দুর্ভোগ লাঘব করতে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।