মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।যশোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহিলা দল নেত্রী শাহনাজ পারভীন মনি। তিনি যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের ইউপি সদস্য। আজ তিনি অটোরিকশা যোগে যশোর-খুলনা মহাসড়কের বকচর হুঁশতলা এলাকায় যাচ্ছিলেন। এ সময় একটি কুকুর হঠাৎ রাস্তায় চলে আসলে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের তিনতলা মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা সদর হাসপাতালে ছুটে যান।
ছুটে যান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা দলের সদর উপজেলার যুগ্ম সম্পাদক সেলিনা পারভীন সেলি, নগর মহিলা দলের নেত্রী আনোয়ারা আনুসহ অন্যান্যরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।