মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।কয়রা উপজেলায় ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা ৭-০ গোলের বড় ব্যবধানে আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে। এই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা এবং আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। দর্শকদের উচ্ছ্বসিত উপস্থিতিতে খেলাটিতে চমৎকার নৈপুণ্য দেখিয়ে কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা ৭-০ গোলে আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ীর সম্মান লাভ করে।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি, কয়রা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপার ভাইজার মোঃ মোহসিন আলী, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী, জাকারিয়া বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মিস্ত্রী, প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার মন্ডল, গোবরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রইচউদ্দিন, মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, সহকারি শিক্ষক আঃ রউফ, আঃ হালিম, মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব দ্বীন মোহাম্মদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দিপক কুমার মিস্ত্রী ও বিএম আঃ রাজ্জাক। হাজার হাজার দর্শক আনন্দঘন পরিবেশে এই খেলাটি উপভোগ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।