এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সন্মেলন করেছে । গতকাল বুধবার বিকাল ৫ টায় উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু এ সংবাদ সম্মেলন করেন। উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন,দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা, দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ১৬টি বছর পর নতুন উদ্দোম উদ্দিপনা ও উৎসবের আমেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫।
উপজেলার অর্ন্তভূক্ত ৪টি ইউনিয়নের হাটে, মাঠে, ঘাটে, পথে প্রান্তরে বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের প্যানা, পোস্টার, ফেসটুনসহ প্রচার প্রচারণায় মেতে উঠেছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীরা। শুধু তাই নই, ইতি মধ্যে দিঘলিয়া উপজেলার প্রতিটি বাজারে, চায়ের দোকান সহ সাধারণ মানুষের মুখে মুখে আমাদের এই সম্মেলন শ্লোগানে পরিনত হয়েছে। প্রাথীরা দিনরাত এক করে ছুটে চলেছেন ভোটারদের দ্বাওে দ্বারে।
গণতান্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেন মমতায় গড়ে ওঠা এবং তারুণ্যের অহংকার, আগামীদিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের সঠিক নির্দেশনায় সংগঠনের তৃণমূল থেকে প্রতিটি নেতাকর্মী আজ নতুন উদ্দিপনা নিয়ে এই সম্মেলনকে ঘিরে, একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। এ যেন এক মিলনের মহেন্দ্রক্ষণ। একে অপরের প্রতি বিশ্বাস ভালবাসা আর স্ফাতৃত্বের সেতুবফন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের মূলমন্ত্রে দিক্ষিত হয়ে আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের নেতাকর্মীরা বিশ্বাস করে গণতন্ত্রে। তাইতো আমরা কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা-০৪ আসনের ধানের শীষ এর কান্ডারী গণমানুষের নেতা, জননেতা আজিজুল বারি হেলাল ও খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দের সঠিক দিক নির্দেশনায় ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীদের প্রত্যক্ষ্য ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছি।
তাদেরই প্রত্যক্ষ্য ভোটে নির্বাচিত হবে আগামীদিনের দিঘলিয়া উপজেলা বিএনপির নেতৃত্ব। আমরা বিশ্বাস করি, আমাদরের দীর্ঘদিনের রাজপথে বেড়ে ওঠা ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচনে ভুল করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল,শরীফ মোজ্জামেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, জনি, টুটুল, লিটন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।