অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার পালেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটি মেঘনা ক্লাসিক পরিবহনের বলে জানা গেছে। এটি সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে ছেড়ে আসে। নিহত দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম,ঠিকানা জানাতে পারেননি তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।