মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে ফাহাদ হোসেন।।আগামী ফেব্রুয়ারিতে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।২৬ সেপ্টেম্বর ( শুক্রবার ) এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট -৪ আসনে জামায়াতে ইসলামীর নমিনী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
এ সময় বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরুপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। তিনি এ সময়ে বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস কি জুলাই বিপ্লবের আকাঙ্খা ছিল। অন্তর্র্বতী সরকার সন্ত্রাস ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে ব্যর্থ হয়েছে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
জেলা জামায়াতের এ নেতা আগামী নির্বাচনে মোরেলগঞ্জ-শরনখোলা উপজেলার সর্বস্তরের জনগণকে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আহবান জানান। উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপড়িয়া পট্রি এসে সমাবেশে মিলিত হয় । বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ব্যানার, স্লোগানে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসাইন, পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, উপজেলা সেক্রেটারি জেনারেল মাকছুদ আলী খান, উপজেলা যুব জামায়াতের সভাপতি সফিউল আযম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।