মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় সাংবাদিক শাহজামান বাদসা’কে গতিরোধ করে লাঞ্ছিত করা হয়েছে।এ ঘটনার হামলাকারী এনসিপি নেতা শেখ মিনারুল সানা’কে সংগঠন থেকে অবাঞ্ছিত করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা জাতিয় নাগরিক পার্টি(এসিপি’র) প্রধান সমন্বয়কারী হাফিজ বিন আমীন ও যুগ্ম সমন্বয়কারী জি,এম মিসবাহ আহম্মেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তীতে মিনারুলকে অবাঞ্ছিত’র বিষয়টি নিশ্চিত করেন। এনসিপি’র প্যাডে স্বাক্ষরিত ঐ চিঠিতে উল্লেখ করা হয় আওয়ামীলীগ সম্পৃক্ততা, সাংবাদিকদের উপর হামলা ও ক্ষমতার অপব্যবহার অভিযোগে এনসিপি থেকে মিনারুল সানাকে অবাঞ্ছিত করা হলো।
তার বিরুদ্ধে ওঠা দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপ ও সাংবাদিকদের উপর হামলা এনসিপি সমর্থন করে না।
উল্লেখ্য,সোমবার সকাল ৯ টার দিকে পাইকগাছা প্রেসক্লাব সদস্য সাংবাদিক শাহজামান বাদসা মোটরসাইকেল যোগে পৌর সভার শিববাটি থেকে পৌর বাজারে ফিরছিল। এক পর্যায়ে সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন কালবার্টের কাছে পৌছালে স্থানীয় বাসিন্দা উপজেলা এনসিপি নেতা শেখ মিনারুল ইসলামের মুখোমুখি হয় সাংবাদিক বাদসা।
এ বিষয়ে সাংবাদিক শাহজামান বাদসা অভিযোগ করেন এক সময়ের উপজেলা প্রজন্মলীগের আহবায়ক ও বর্তমানে এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী মিনারুল ইসলাম আমার বাইকের গতিরোধ করেন। সে গালিগালাজ করতে করতে আমার লাঞ্ছিত করে ব্যবহৃত এনড্রয়েট মোবাইলটি রাস্তায় ফেলে দেয়। যা পথ চারিরাও দেখছেন।
জানাগেছে,বেশকিছু দিন পুর্বে সাংবাদিক বাদসা উপজেলা এনসিপি’র নেতা মিনারুলের শিববাটীস্থ নিজস্ব ব্যবস্যা প্রতিষ্ঠান আয়েশা ফুড প্রোডাক্ট (বেকারী)তে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদনের উপর ভিডিও লাইফসহ পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। ধারনা করা হচ্ছে বেকারী নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে এ ঘটনা ঘটতে পারে।
এ সম্পর্কে সহকারী পুলিশ সুপার( ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম জানান, আমি সাংবাদিকদের মাধ্যমে এ ঘটনা জেনেছি। এ বিষয়ে থানায় অভিযোগ হলে তিনি আইনী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলেছিল।
এদিকে সাংবাদিক বাদসা’কে লাঞ্ছিত করে জীবন নাশের হুমকির ঘটনায় পাইকগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক’রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিনারুল ইসলাম’কে গ্রেপ্তার পুর্বক শাস্তি’র দাবি করেন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।