সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি।।সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৪৩২ বাংলা সনের আশ্বিন মাসে খুলনা জেলার তেরখাদা উপজেলার কাগদী সার্বজনীন দুর্গা পূজার কমিটি গঠনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা ( মহা অষ্টমী ) অনুষ্ঠিত হয় ।
প্রতি বছরের ন্যায় এ বছরেও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহা অষ্টমী বিহিত শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।কাগদী সার্বজনীন শারদীয় দুর্গা পূজার নব গঠিত কমিটির সভাপতি পদে পলাশ বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে টুটুল বালা নির্ধারিত হন ।
নব গঠিত কমিটির উপদেষ্টা মন্ডলী যথা ক্রমে শ্রী বলাই লাল বালা , শ্রী অমলেন্দু বিশ্বাস ( অবসর প্রাপ্ত শিক্ষক ) , শ্রী পরিমল কান্তি মন্ডল ( অবসর প্রাপ্ত শিক্ষক ) , শিশির বিশ্বাস , নীহার রঞ্জন বাইন ( শিক্ষক )।কাগদী সার্বজনীন শারদীয় দুর্গা পূজার নব গঠিত কমিটির সদস্য বৃন্দ যথাক্রমে সহ: সভাপতি পদে সুশান্ত মন্ডল ( ঠাকুর ) , তুষার চিন্তাপাত্র , প্রদীপ মালাকার , কোষাধ্যক্ষ মিল্টন মন্ডল , সহ : কোষাধ্যক্ষ জ্যোতি বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক দিপক মন্ডল , সহ: সাংগঠনিক সম্পাদক বিদ্যুত মন্ডল , মৃণাল কীর্তুনীয়া , সাংস্কৃতিক সম্পাদক দিপ্তী রানী মন্ডল , সহ: সাংস্কৃতিক সম্পাদক চয়ন বাগচী ( নৃত্য মাষ্টার ) ,প্রচার সম্পাদক সাংবাদিক সাগর কুমার বাড়ই , সদস্য বৃন্দ যথাক্রমে চন্দন বিশ্বাস , সুমন চিন্তাপাত্র , সৈনিক চিন্তাপাত্র , প্রান্ত বিশ্বাস , মিলন কীর্তুনীয়া , প্রলয় কীর্তুনীয়া , শয়ন মালাকার , দুর্জয় বাড়ই , রৌদ্র বালা , উচ্ছাস মজুমদার , উজ্জ্বল বাড়ই , শয়ন বিশ্বাস , ইমন শাখারু , প্রশিক মজুমদার , অনিমেশ পাইক , প্রিন্স মজুমদার , দিপু মন্ডল , অংকন বিশ্বাস , পল্লব বাড়ই , শিবাজিত বাড়ই , মনিকান্ত মহন্ত সহ অনেকে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।