মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় আজ বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে দিকে মাছের ঘেরে কাজ করার সময় বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম সরদার বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত হাকীম বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্ৰামের আব্দুর রবের ছেলে। সূত্র জানায়, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে হাকীম তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরেও কয়েকজন কাজ করছিলেন তারা হঠাৎ দেখতে পান হাকীম নিজ ঘেরের পাড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন।
এসময় তারা ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান বজ্রপাতে ঘটনাস্থলে হাকিম নিহত হয়েছেন। তার নামাজের জানাজা আজ আসর বাদ খোলাডাঙ্গা আদর্শ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।