অদিতি সাহা, খুলনার খবর।।শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি Recasting Teaching as a Collaborative Profession এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ রোববার (০৫ অক্টোবর) খুলনা শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা প্রশাসন ও খুলনা জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, তালীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম সরদারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।