শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি // খুলনার পাইকগাছায় নকল সীমানা পিলার,একটি বিএম ডব্লিউ প্রাইভেটকার,১৬০ সিসি মোটরসাইকেলসহ প্রতারক চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পাইকগাছা থানা পুলিশ।
গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়ার মোড় এলাকা হতে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।আটককৃতরা হলেন যশোরের তালতলা গ্রামের ইকবাল,লোহাগড়ার চর মল্লিকপুর গ্রামের মৃত শেখ আজহারউদ্দীনের ছেলে কলেজ শিক্ষক শরিফুল ইসলাম(৪৭),খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম(৩৩),পুরাইকাটি গ্রামের শেখ আফছার উদ্দীনের ছেলে শেখ বাদশা (২৭) ও পাইকগাছার দেবুয়ার গ্রামের বারিক গাজীর ছেলে জুয়েল গাজী(৩৫)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়ার মোড়ে সীমানা পিলার ক্রয়-বিক্রয়ের খবরে পুলিশ সেখানে অবস্থান নেয়।এর পর পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি দাঁড় করালে তাদের অসংলগ্ন কথায় পুলিশের সন্দেহ হলে তাদের সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তারা সীমানা পিলার পাঁচার চক্রের সদস্য বলে পুলিশকে জানায়।এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক উপজেলার দেবুয়ার এলাকার বাসিন্দা জুয়েল গাজীর বাড়ী থেকে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার হয়। যার গায়ে ইংরেজিতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে। যদিও সেটা নকল বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান,এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।সর্বশেষ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।