মোঃ মনির খান স্টাফ রিপোর্টার।।আজ ৯-১০- ২০২৫ সে অক্টোবর রোজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ১ নং জলমা ইউনিয়নের ১ নং ওয়ার্ড রাজবাঁধ মধ্যপাড়ায় মন্ডল বাড়ির সামনে মোটরসাইকেল ও আলম সাধু সংঘর্ষে মোটরসাইকেল চালক প্রান্ত মিস্ত্রি ২২ পিতা প্রশান্ত মিস্ত্রি গুরুতর আহত হয়েছে। আলম সাধু চালক।
মোঃ আব্দুল কালাম ৩১ পিতা মোঃ আব্দুল সামাদ মোড়ল বাড়ী ১৮ মাইল ৭ নং ওয়ার্ড কাঞ্চনপুর। আহত প্রান্ত মিস্ত্রির বাড়ি ডুমুরিয়া থানার বিলাবাদ। ঘটনাস্থলে এসে জানা যায় প্রান্ত মিস্ত্রি মোটরসাইকেল নিয়ে হোগলা ডাঙ্গা কাজে যাচ্ছিল। অপরদিকে আলম সাধু মস্তর মোড়ে যাওয়ার উদ্দেশ্যে হোগলা ডাঙ্গা থেকে রাজবাঁধ মধ্যপাড়া মন্ডল বাড়ী সামনে আসলে মোটরসাইকেল ও আলম সাধু সংঘর্ষ হয় । সংঘর্ষ হওয়ার সাথে সাথে প্রান্ত মিস্ত্রি গুরুতর আহত হয় আহত প্রান্ত মিস্ত্রি কে এলাকাবাসী দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এবং হরিন টানা থানায় ফোন করা হয় ফোন করার সাথে সাথে থানার কর্মরত পুলিশ কর্মকর্তা ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই নিউজ লেখা পর্যন্ত আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।