এস,এম শামীম,দিঘলিয়া // জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে তেরখাদা উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে গত ২৪ জুলাই দুপুরে তেরখাদা উপজেলার শেখপুরা বাজারে কারেন্ট জাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।এসময় শেখপুরা বাজারের বিভিন্ন দোকান থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।একই সাথে বাজার থেকে ৪০ কেজি আফ্রিকান মাগুর উদ্ধার করা হয়।সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল অভিযানে নেতৃত্ব দেন।অভিযান পরিচালনা কালে আজগড়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোঃ হাবিবুর রহমান সহ অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে,কারেন্ট জাল উদ্ধার করার পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং পরে জব্দকৃত আফ্রিকান মাগুর বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল জানান , বিভিন্ন বাজারে বিক্রয় নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে ।
তিনি বলেন এছাড়া বিভিন্ন খাল-বিল নদী-নালা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।দীপঙ্কর পাল আরও জানান,যারা কারেন্ট জাল বিক্রি করে এবং যারা ক্রয় করে মাছ ধরার কাজে ব্যবহার করবে উভয়কে সমহারে শাস্তি প্রদান করা হবে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।