মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি || বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে অস্থিরতা ততই বাড়ছে। দুই-একজন উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তারা গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এসব চক্রান্ত-ষড়যন্ত্রের গোপন পথ পরিহার করে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “জুলাই সনদে পিআর অন্তর্ভুক্ত ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পর নির্বাচন হলে তা সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে।”
শনিবার (১১ অক্টোবর) বিকেলে কয়রা উপজেলা জামায়াত আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “২৪ সালের গণ-আন্দোলনের ছাত্র-জনতার যুদ্ধ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর আমাদের দ্বিতীয় যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে। সেই দ্বিতীয় যুদ্ধে ছাত্র-জনতাকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইসলামের পক্ষের শক্তিকে পাঠাতে হবে।”
সেক্রেটারি জেনারেল আরও বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সংস্কার এনে এমন ব্যবস্থা প্রবর্তন করা, যাতে সবার শিক্ষা নিশ্চিত হয়। দ্বিতীয় কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠন।”
তিনি সুবিচার প্রতিষ্ঠার জন্য কুরআনের আইন সংসদে প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, “কুরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে।” এজন্য তিনি দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।