মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।পরিষ্কার হাত,নিরাপদ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরিকে কেন্দ্র করে দিবসটি পালিত হয়। মোরেলগঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম এর সঞ্চালনায় র্যালী ও আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রনজিৎ কুমার,মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির এনজিও প্রতিনিধি বৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী স্হানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ তার বক্তব্যে বলেন, হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবনের জন্য সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের এবং পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব। (ইউএনও) হাবিবুল্লাহ আরও বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা।
র্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।