সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।১৫ ই অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি , হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী প্রজিত সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আঢরোজ স্বর্ণা।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোরুল কুদ্দুস , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন , ইউ আর সি ইন্সটেক্টর মোঃ নাজিবুর রহমান , উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল কাদির , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেন ।
সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।