খুলনার খবর।।অভিযানে খালিশপুর থানা পুলিশ আজ ১৬ ই অক্টোবর সকালে খুলনার আলোচিত ব্যবসায়ী সবুজ খান হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচন করেছে খালিশপুর থানা পুলিশ।এ ঘটনায় মোট তিনজনকে আটক করেছে বলে জানা যায় ।
বেশ কিছুদিন আগে খালিশপুর এলাকার বাসিন্দা ও পরিচিত ব্যবসায়ী সবুজ খানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক ও ক্ষোভের ঝড়।
গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আজ (তারিখ উল্লেখযোগ্য হলে) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটক আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যায় ব্যবহৃত অস্ত্রের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে পুলিশ আসামিদের নিয়ে অভিযান পরিচালনা করে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশের দাবি, এ অস্ত্রই মূলত ব্যবসায়ী সবুজ খানকে হত্যায় ব্যবহার করা হয়েছিল।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। হত্যার পেছনে ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
সবুজ খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং স্থানীয় ব্যবসায়ী সমাজ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।