1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচন আগামী কাল - Khulnar Khobor
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  ওসমান হাদি হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও গায়েবানা জানাজা খুলনার আড়ংঘাটায় সাংবাদিক কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দিঘলিয়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আটক নওগাঁর মান্দায় এক রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি নিরব আইন-শৃঙ্খলা বাহিনী কয়রায় আদালতের রায়ে জিম্মায় দেয়া ধান কেটে নিল মামলার বাদী গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ। যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপিত কেশবপুরে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন খুলনা মহানগরী জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি আরডিএম ইন্টারন্যাশনাল স্কুলে বিজয় দিবস উদযাপন স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ঐক্য অপরিহার্য-হাফেজ মাওলানা আব্দুল আউয়াল খুলনা মহানগর যুব অধিকার পরিষদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।  বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস খুলনায় আবাসিক হোটেলে মিললো যুবকের মরদেহ

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচন আগামী কাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৪৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।নির্বাচনের প্রচার প্রচারণা শেষ এখন শুধুই সময়ের অপেক্ষা। কার হাতে যাচ্ছে যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নেতৃত্ব, সে আলোচনায় মুখর ব্যবসায়ীরা। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ১০১ জন ভোটার অপেক্ষায় রয়েছেন। প্রেসক্লাব যশোরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে তারা নেতৃত্ব নির্বাচন করবেন। ইতিমধ্যে শহর জুড়ে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে। উৎসবমুখর পরিবেশে এবারও তাদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নির্বাচনে ১৫ পদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাত পোহালেই নির্বাচন।খোঁজ নিয়ে জানা যায়, সভাপতি পদে বর্তমান সভাপতি সাব্বির মালিক বাবুর প্রতিদ্বন্দ্বী হয়েছেন আরও দুইজন ইসমাইল হোসেন ও ফজলে রাব্বি মোপাসা। তাদের মধ্যে মোপাসা গতবার পরাজিত হয়েছিলেন এবং ইসমাইল সহ সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছিলেন।একইভাবে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহিনশা রানার প্রতিদ্বন্দ্বী হয়েছেন নূর ইসলাম ও সেলিম হোসেন। গতবার সাধারণ সম্পাদক পদে সেলিম পরাজিত হয়েছিলেন। তবে, ভোটাররা বলছেন এ দুই পদেই হবে হাড্ডাহাড্ডি লড়াই।সহসভাপতির দুই পদে তিনজন নির্বাচনে অংশ নিয়েছেন । তারা হলেন শফিয়ার রহমান, শরিফুল ইসলাম ও সুলতান আহমেদ। শরিফুল ইসলাম বর্তমান কমিটির কোষাধ্যক্ষ পদে রয়েছেন, সুলতান বর্তমান সহসভাপতি এবং শফিয়ার গতবার পরাজিত হয়েছিলেন।সহ–সাধারণ সম্পাদকের দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল আহমেদ, আবু ইসহাক বাবু ও আহমেদ মজনুল করিম।

কামাল ও বাবু বর্তমানে একই পদে রয়েছেন, আর করিম এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন । ফিরোজ আক্তার, ওয়ারেশ আলী আনসারী খাজা ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাল্টু। প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রচার সম্পাদক বিপ্লব মাহমুদ ও গতবারের পরাজিত প্রার্থী রিয়াজ মাহমুদ লালন। দপ্তর সম্পাদক পদে বর্তমান দপ্তর সম্পাদক এনামুল হক–এর প্রতিদ্বন্দ্বী হয়েছেন নির্বাহী সদস্য ইসরাফিল হোসেন। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক কাসেম আলী লস্কার–এর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের পরাজিত প্রার্থী আবু বকর সিদ্দিকী। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের পরাজিত প্রার্থী মাহমুদুল ইসলাম নাসিম ও গতবার সহ–সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী ফিরোজ উদ্দিন তোতা।কার্যনির্বাহী সদস্যের তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন ।

রানা হোসেন, জাহিদুল ইসলাম ভূঁইয়া, কামাল হোসেন ও শরিফুল ইসলাম লাভলু। তাদের মধ্যে জাহিদুল বর্তমান নির্বাহী সদস্য, অন্য তিনজন এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে ২৮ প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী রাহিমা খাতুন হাফিজ। তিনি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। ঐ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এদিকে, নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফুলের মালা গলায় পড়ার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। তবে সকলের প্রত্যাশা । যোগ্য নেতৃত্বের হাতেই যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নেতৃত্ব যেন অর্পিত হয়।গতবার ভোটার সংখ্যা ছিল ৯৬ জন। তাদের মধ্যে দুইজন ভোটাধিকার হারিয়েছেন। এবার আরও আটজন যুক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ভোটাধিকার নবায়ন করেননি। সব মিলিয়ে এবারের নির্বাচনে ১০১ জন ভোটার ভোট প্রদান করবেন।নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট মো: ইসহক জানান, সকল প্রস্তুতি শেষ। আশা করা যাচ্ছে শান্তিপূর্নভাবেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোট গ্রহন ও গননা শেষে বিজয়ীদের হাতে নেতৃত্ব ‍তুলে দেয়া হবে। এছাড়া নির্বাচন পরিচালনার দায়িত্বে কাজ করছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান ও তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক এবাদত খান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।