মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
১৫টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারা দিনের ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।সভাপতি পদে ফজলে রাব্বি মোপাসা ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমাইল হোসেন পান ৩৩ ভোট এবং সাব্বির মালিক বাবু পান ২৯ ভোট।সহ-সভাপতি পদে মো. শরিফুল ইসলাম (৫৫ ভোট) ও মো. সুলতান আহম্মেদ (৬২ ভোট) নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মো. শাহিনশা রানা ৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর ইসলাম ৩২ ভোট এবং মো. সেলিম হোসেন ১৯ ভোট পান সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইসহাক বাবু (৫৮ ভোট) ও আহমেদ মজমুল করিম (৫৬ ভোট) নির্বাচিত হন।সাংগঠনিক সম্পাদক পদে মো. ফিরোজ আক্তার ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন।
প্রচার সম্পাদক পদে বিপ্লব মাহমুদ ৫৮ ভোটে, দপ্তর সম্পাদক পদে মো. ইসরাফিল হোসেন ৬৬ ভোটে এবংকোষাধ্যক্ষ পদে মো. মিরাজ উদ্দিন তোতা ৫১ ভোটে বিজয়ী হন।শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোছাঃ রহিমা খাতুন হাফিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।ক্রিয়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কাসেম আলী (লম্বার) ৫৫ ভোটে বিজয়ী হন কার্যনির্বাহী সদস্য পদে জাহিদুল ইসলাম ভূঁইয়া (৭০ ভোট) এবং মো. শরিফুল ইসলাম লাভলু (৫৬ ভোট) নির্বাচিত হন।সার্বিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। ভোটারদের অংশগ্রহণ এবং প্রার্থীদের উপস্থিতিতে পুরো নির্বাচনী পরিবেশ ছিল আনন্দঘন ও সুশৃঙ্খল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।