এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মিরাজ শেখের পুত্র সিয়াম (১৪) নিখোঁজের এক মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার কথা বলে সিয়াম সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ এক মাস পার হলেও পরিবারের পক্ষ থেকে সন্তানের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে দিন কাটছে মা সালেহা বেগমসহ পরিবারের সদস্যদের।
পরিবারের দাবি, নিখোঁজের পর থেকে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এবিষয়ে লামিয়া (১৩) নামের এক কিশোরীর পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য জানতে চেষ্টা করা হয়। স্থানীয়দের সূত্রে জানা যায়, নিখোঁজের আগে সিয়াম ও লামিয়ার মধ্যে বন্ধুত্ব ছিল। তবে লামিয়ার নানা আবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের কাছে সিয়ামকে মারধর বা কোনো বিরোধের বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন।
সিয়ামের পরিবার ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানা গেছে। তবুও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবী, বিষয়টি পুলিশ আরও গুরুত্বসহকারে তদন্ত করলে হয়তো সিয়ামের হদিস পাওয়া সম্ভব। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।মা সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
> “আমার ছেলেটা এক মাস ধরে নিখোঁজ। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আল্লাহ যেন আমার সিয়ামকে ফিরে দেন।”দিঘলিয়া থানা পুলিশের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং নিখোঁজ সিয়ামকে উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।