খুলনার খবর।।বিভিন্ন অভিযোগ এনে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) তানভীর হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী ডিলার ও এলাকাবাসী।
মানববন্ধনে ডিলার ও এলাকাবাসী অভিযোগ করেন, ডিসি ফুড তানভীর হোসেন অনিয়ম, ওএমএস ও মিলারদের কাছ থেকে ঘুষ গ্রহণ, এবং শিক্ষা ও খাদ্য বিতরণ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছেন। প্রতি ২০ টনের গাড়িতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস, আদালতের আদেশ উপেক্ষা করা, দেরিতে অফিসে আসা, গভীর রাত পর্যন্ত অফিসে থেকে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ করেন বক্তারা।
তারা ডিসি ফুড তানভীরের আগের কর্মস্থলে ‘বিভিন্ন অনিয়মের’ কথাও তুলে ধরেন মানববন্ধনে।
তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মহানগর ওএমএস কমিটির ছাত্রপ্রতিনিধি ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সমন্বয়করা মিথ্যা ও হয়রানিমূলক জিডির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা।
ডিসি ফুড তানভীর হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা থেকে অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধনে। মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তৃতা করেন ডিলার খালেদ হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান মিরাজ, এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ রানা, আসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ আব্দুর রহমান।
অভিযোগের বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির হোসেন বলেন, এসব অভিযোগ সত্য নয়। মানববন্ধন যারা করেছে তাদের ডিলারশিপের মেয়াদ শেষ হয়েছে। তারা কেউ ডিলার না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।