মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।“পরিষ্কার হাতে গড়ি নিরাপদ বিশ্ব—হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ,একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী,সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সাবেক অধ্যাপক আজহার আলী, প্রধান শিক্ষক আঃ ওয়াহাব,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী মোঃ আবু সাইদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কুল শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসই রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। পরিষ্কার হাত শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, সমাজ ও বিশ্বকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আলোচনা শেষে হাত ধোয়ার উপর একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।