পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর আগামী ২৫ জানুয়ারী ২০২তম জন্মবার্ষিকী-২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ অক্টোবর-২৫) বিকেলে জেলা কালেক্টরেট সভাকক্ষে ‘অমিত্রাক্ষর’ এ অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে দীর্ঘসময় উম্মুক্ত আলোচনায় সবার মতামতের ভিত্তিতে এবার মহাকবির জন্মস্থান সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা-২০২৬ উদযাপন করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেজন্য জাতীয় নির্বাচন ও মধু মেলা অল্প দিনের ব্যবধান থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী বিভাগের সিন্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।