মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া কারিকরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় বাঁশবাড়িয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে টিটো (৪৭) ও মনতাজ আলী সরদারের ছেলে বিল্লাল হোসেন (৪৮)কে আটক করা হয়। তল্লাশিতে তাদের দেহ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।