মোঃ ইমরান,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি // বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে বিকাল ৩ টায় গাঙচিল আয়োজনে বঙ্গবন্ধুর স্বরণে নিবেদিত কবিতা ও ত্রিদেশীয় সাহিত্য অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিল বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস।
তিনদিনব্যাপী গাঙচিল সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন জাতীয় গীতিকার কবি পরিষদ সভাপতি বিশিষ্ট গীতিকার ও ছড়াকার এম আর মঞ্জু। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব ও খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান আসাদ। আমন্ত্রিত অতিথি গাঙচিল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুনীল শুভ রায়। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক আজিজ আহম্মেদ। অনুষ্ঠানে ভারতীয় অতিথি ছিলেন গাঙচিল কুচবিহার শাখার সভাপতি ও কথা সাহিত্যিক, কবি শ্রী অমল দাশ
ও কুচবিহার শাখার সাধারণ সম্পাদক সাজিনুর রহমান এবং বাহরাইন অতিথি ছিলেন ছোট গল্প লেখিকা তানিশা বিশ্বাস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরঞ্জন রায় (সম্পাদক, উজান বৈঠা), ভগবতী গোলদার (সভাপতি, চপলা গাঙচিল শিশু বিকাশ কেন্দ্র), শ্রী গৌরদাস বিশ্বাস (সম্পাদক, মাসিক তাপসী ও প্রতিষ্ঠাতা, বটিয়াঘাটা সাহিত্য পরিষদ), অমিতেষ দাস (অধ্যক্ষ, বটিয়াঘাটা সরকারি কলেজ), নিতাই গাইন (ভাইস চেয়ারম্যান, বটিয়াঘাটা উপজেলা পরিষদ) ও মনোরঞ্জন মন্ডল (প্রাক্তন চেয়ারম্যান, বটিয়াঘাটা ইউনিয়ন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নিখিল চন্দ্র রায়।
অতিথি ছিলেন খন্দকার জাকির হোসেন (সভাপতি, দক্ষিণ বাংলা লেখক ফোরাম), মোঃ লিয়াকত আলী (কেন্দ্রীয় সমন্বয়ক, গাঙচিল), প্রশান্ত কুমার বাছাড় (উপজেলা সমন্বয়ক, তেরখাদা গাঙচিল), উত্তম কুমার দাস (সভাপতি, গাঙচিল, খুলনা বিভাগ),ইব্রাহিম মনির (সাধারণ সম্পাদক, গাঙচিল, খুলনা বিভাগ), এ্যডভোকেট কাজী রুমু (যুগ্ম সম্পাদক সম্পাদক, গাঙচিল, খুলনা বিভাগ), অলোকেশ কুমার মণ্ডল (সাধারণ সম্পাদক, গাঙচিল খুলনা জেলা), এস এম আবদুর রহমান (সভাপতি, গাঙচিল খানজাহান আলী শাখা), ডাঃ মোড়ল হাফিজুর রহমান (সাধারণ সম্পাদক, গাঙচিল খানজাহানআলী শাখা),
রহিমা খানম (সভাপতি, গাঙচিল ফুলতলা উপজেলা শাখা), সৈয়দা তৈফুন নাহার, (সাধারণ সম্পাদক, গাঙচিল, বাগেরহাট জেলা শাখা), ডাঃ বশির আহমেদ লাবলু ( সভাপতি, গাঙচিল, তেরোখাদা),
জাফর ইকবাল (সাধারণ সম্পাদক, গাঙচিল, তেরখাদা), শেখ আবদুল হালিম (উপদেষ্টা, গাঙচিল, খুলনা), সন্দীপ ঘোষ ( আজীবন সদস্য, গাঙচিল)। অনুষ্ঠানে কবিতা পাঠ, সঙ্গীত ও সৃজনশীল নৃত্যে অংশ নেন তেরোখাদা গাঙচিলের ক্বারি লুৎফর রহমান, মোঃ ইসমাইল হোসেন, তৌহিদুল ইসলাম, শিমুল হাসান, আলি আকবর, আবু সুফিয়ান, খুলনা গাঙচিল থেকে ডাঃ মাহবুব, ডাঃ আবদুল হান্নান, জাহানারা আলম, মংলা উপজেলা গাঙচিল থেকে অসীত বরণ রায়, খানজাহান আলী গাঙচিল থেকে পিজিএল ইউনুস আলী, শেখ গোলাম রসুল, বটিয়াঘাটা উপজেলা থেকে অরূপ রতন বিশ্বাস, শিমলা খাতুন, নাজরীন মুস্তারিন নেহা, অপরাজিতা রায়, সুনন্দা অধিকারী, মুরাদ শেখ, জি এম পাইলট, প্রঙা রায়, মনিরা আক্তার, স্বস্তি বিশ্বাস, সৃজনশীল নৃত্যে অংশ নেন আরাবি বিশ্বাস ও অহনা বিশ্বাস।
অনুষ্ঠানে ভারতীয় গল্পকার অমল দাশের ছোট গল্পের বই তরঙ্গ, ভগবতী গোলদারের কবিতার বই অপরাজিতা, পিজিএল ইউনুস আলীর বহু কস্টের রাত ও বাহরাইন প্রবাসী লেখিকা তানিশা বিশ্বাসের ছোট গল্পের বই শর্ট স্টোরির প্রকাশনা পর্বে মোড়ক উন্মোচন করা হয়। তিনদেশীয় এ অনুষ্ঠানে ভারতীয় কথা সাহিত্যিক অমল দাশকে মহীউদ্দীন আহম্মদ স্মৃতি আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়।
সার্বিক পরিচালনা করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন গাঙচিল বটিয়াঘাটার সাংগঠনিক সম্পাদক সরদার হাফিজুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।