আরিফুল ইসলাম রিয়াজ।।আজ ১ নভেম্বর ২০২৫ মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহনের শুভ জন্মদিন। এ উপলক্ষে ক্লাবের সদস্যরা একটি ছোট দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে মোহনের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (দিদার) বলেন, মোহন ভাই আমাদের ক্লাবের মুল অবলম্বন। সাংবাদিক নেতা হিসেবে তিনি একজন সেরা অভিভাবক। তাঁর নেতৃত্বে প্রেসক্লাবটি আরও গতিশীল হয়েছে।
মোল্লাহাট প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন সাংবাদিক মোহনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মোহাম্মদ আলী মোহন বলেন, আমি সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। সাংবাদিকতার ক্ষেত্রে আরো এগিয়ে যেতে এবং ভবিষ্যতে সমাজের কল্যাণে আমরা একসাথে কাজ করবো।
জন্মদিনের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় চ্যানেলের মোল্লাহাট প্রতিনিধি
সাংবাদিক কবির আহম্মেদ, দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক শেখ রায়হান, গ্রামের কাগজ পত্রিকার মাহফুজুর রহমান চৌধুরী, দৈনিক খুলনার খবরের আরিফুল ইসলাম রিয়াজ। খুলনা প্রতিদিনের সাবিরা খানম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।