খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে বুকে লালন করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়াপাড়া গ্রামের সন্তান শুভ মজুমদার। বর্তমানে তিনি পড়াশোনা ও কর্মসূত্রে খুলনায় অবস্থান করছেন। ব্যক্তিগত সূত্রে তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা।
ডুমুরিয়া কলেজে অধ্যয়নকালেই শুভ নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন “ডুমুরিয়া কলেজ ছাত্র-ছাত্রী ব্লাড ডোনার ক্লাব”, যা আজ স্থানীয় এলাকায় এক আস্থার প্রতীক হিসেবে পরিচিত। এছাড়াও তিনি খুলনা সহ ডুমুরিয়া উপজেলার ভেতর গুটিকয়েক ব্লাড ডোনেশন ক্লাবের সঙ্গে সংযুক্ত। এই ক্লাবের মাধ্যমে অসহায় রোগীদের জন্য রক্ত জোগাড়ের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইতিমধ্যে তিনি নিজ প্রচেষ্টায় ১২০০-রও বেশি রোগীর জন্য রক্তের ব্যবস্থা করেছেন এবং নিজে ১৬ বার রক্তদান করেছেন—যা মানবতার সেবায় এক বিরল দৃষ্টান্ত।
শুভ শুধু রক্তদানে নয়, মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রেখেছেন। তীব্র গরমে পথচারীদের বিনামূল্যে পানি পান করানোর কর্মসূচি হাতে নিয়ে তিনি প্রমাণ করেছেন—মানবতার সেবা শুধুমাত্র অর্থ নয়, ইচ্ছাশক্তি ও ভালোবাসার বিষয়। তার নেতৃত্বে কলেজের শিক্ষার্থীরা একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করেছে, যার ফলে এলাকার তরুণ সমাজ অনুপ্রাণিত হচ্ছে সমাজসেবায় এগিয়ে আসতে।
ডুমুরিয়াতে সদ্য গড়ে ওঠা জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বরত আছেন তিনি।
স্থানীয়দের ভাষায়, শুভ মজুমদার শুধু একজন তরুণ নয়, বরং মানবতার এক আলোকবর্তিকা। নিজের কর্ম ও উদ্যম দিয়ে তিনি দেখিয়েছেন—একজন মানুষও চাইলে সমাজে পরিবর্তন আনতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।