মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।ফ্যাসিবাদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে কালবেলা অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে অব্যাহত ভাবে কালবেলা বস্তুনিষ্ঠতার মাধ্যমে পাঠক প্রিয়তা ধরে রেখেছে। কালবেলা এগিয়ে থাকে এগিয়ে রাখে এই শ্লোগানে
দৈনিক কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কয়রা উপজেলা প্রতিনিধির আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় কেককাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান মোঃ বশির হোসেন। অনুষ্ঠানে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আয়ুব হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কয়রা থানার এস আই মোঃ তারেক মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়রার সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ খালেক, মাষ্টার আঃ রউফ, সাংবাদিক গোলাম রব্বানী,শেখ কওছার আলম, জিএম নজরুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, জিয়াউর রহমান ঝন্টুু প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, হাফেজ জাহিদুর রহমান, মজিবার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।