খুলনার খবর।। “দক্ষ জনশক্তি — দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যে খুলনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখার উদ্যোগে আজ সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এমদাদুল হক খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শিবলী নোমান।
“দক্ষ জনশক্তি — দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিববাড়ি মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) খুলনার অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, আইডিইবি খুলনা জেলা শাখার অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী সেলিমুল আজাদ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী এস. কে. মাহমুদ আলম, এবং সদস্য সচিব প্রকৌশলী হায়দার আলী।
বক্তারা বলেন, দেশের জনশক্তিকে বোঝা না ভেবে দক্ষ জনশক্তিতে রূপান্তরই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। তারা কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বে দক্ষ মানবসম্পদসমৃদ্ধ দেশে পরিণত করার আহ্বান জানান।
এছাড়াও বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা ও সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইডিইবি খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ মাসুম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ নাজমুল কবির, সদস্য (অর্থ) প্রকৌশলী মোঃ ইয়াসিন খান, সদস্য (চাকরি বিষয়ক) প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, সদস্য (দপ্তর ও গ্রন্থাগার) তন্ময় বসু, সদস্য (জনসংযোগ ও প্রচার) প্রকৌশলী ইমরান বিশ্বাস, সদস্য (সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা) প্রকৌশলী মোঃ নাইমুর রহমান আশা, সদস্য (মহিলা ও পরিবার কল্যাণ) প্রকৌশলী প্রিয়াংকা সরকার, এবং সদস্য (ছাত্র বিষয়ক) প্রকৌশলী সত্যানন্দ দত্ত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ ইমান আলী, প্রকৌশলী শহিদুল ইসলাম পাহলান, খুলনা ওয়াসা ডিপ্রকৌস সভাপতি রফিকুল ইসলাম সরদার, বিজেএমসি ডিপ্রকৌস সভাপতি প্রকৌশলী কাজী মহিউদ্দিন, এফডিইবি সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পাওয়ার গ্রিড ডিপ্রকৌস সভাপতি প্রদীপ কুমার দাস, ওজোপাডিকো ডিপ্রকৌস সভাপতি দেলোয়ার হোসেন, কেসিসি ডিপ্রকৌস সভাপতি এফ. এম. ফয়সাল, এবং জেলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ — প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মিঠু, প্রকৌশলী ওয়াসিকুর রহমান, প্রকৌশলী অভি হাসান জুয়েল, প্রকৌশলী পারভেজ বখতিয়ার, প্রকৌশলী শহিদুল ইসলাম সুজন, প্রকৌশলী এস. এ. আজাদ, প্রকৌশলী অমিত মল্লিক ও প্রকৌশলী হানিফ আকাশ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।