এস.এম.শামীম,খুলনা।।বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় সার্বভৌমত্ব রক্ষায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা ‘মদিনা-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ও তার ২৪ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’।
জানা যায়, ট্রলারটি মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল। এসময় নিয়মিত টহলরত বানৌজা অপরাজেয় র্যাডারের মাধ্যমে ট্রলারটিকে বিপদগ্রস্ত অবস্থায় সনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
জাহাজটি কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা গভীর সমুদ্রে আটকা পড়ে ছিলেন এবং ট্রলারের যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় বাইরের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ ২৪ জন জেলেকে উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে জানা যায়, ‘মদিনা-৬’ ট্রলারটি গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে কুতুবদিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন।
প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজটি উদ্ধার অভিযান পরিচালনা করে ৩৫ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে ট্রলার ও জেলেদের নিরাপদে সুন্দরবন সংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে।
পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ‘কোস্ট গার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করা হয়।নৌবাহিনীর দ্রুত ও মানবিক এই পদক্ষেপে সমুদ্রে বিপদগ্রস্ত জেলেরা প্রাণে রক্ষা পান। বর্তমানে সবাই সুস্থ আছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।