মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যুবলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঝটিকা মিছিল করেছে একদল যুবক।এসময় তারা ‘শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’ অবৈধ সরকার মানিনা মানবোনা, শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগানের পাশাপাশি নানা স্লোগান দেয়।যশোর জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে যেয়ে শেষ হয়। ৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। হাজী সুমন নিজেই তার ফেসবুকে এ মিছিলের ভিডিও শেয়ার করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,মিছিলে ৩০ থেকে ৩৫ জন কিশোর-যুবক অংশ নেয়। মিছিলকারীদের অধিকাংশই মুখে মাস্ক ছিল। অনেকেই ছিলেন হেলমেট পরিহিত।এদিকে, কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন,সরকার বিরোধী মিছিলের ব্যাপারে কিছু জানা নেই। তবে কারা কখন মিছিল করল এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।