এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর রশিদ এবং এসিল্যান্ড দেবাংশু বিশ্বাসকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যরা এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
এ সময় দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদ দিঘলিয়া উপজেলায় যোগদানের পর প্রেসক্লাবের এই সৌজন্য সাক্ষাৎকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন,“দিঘলিয়ার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাঁদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।”
এ সময় ইউএনও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা কামনা করেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রেসক্লাব সদস্যদের সঙ্গে ইউএনও মোঃ হারুন অর রশিদ দিঘলিয়ার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দিঘলিয়া প্রেসক্লাবের সদস্যরা নবাগত ইউএনওর মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বে দিঘলিয়া আরও অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সৌজন্য সাক্ষাতে সময় উপস্থিত ছিলেন,দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, এস এম শামীম, মোঃ হাবিবুর রহমান মল্লিক, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।