আরিফুল ইসলাম রিয়াজ।।বাগেরহাটের ফকিরহাটে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাধের বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত জমশেদ শেখ (৬২) উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, জমশেদ শেখ শুক্রবার সকাল ৮টার দিকে পিলজংগের বালইদোকান বাজারে পান-সুপারি বিক্রি করে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি সাধের
বটতলা এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় দ্রতগামী অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে ঘটনাস্থলে নিহত হন।
নিহতের ভাই ইমরান শেখ জানান, জমশেদ শেখ সকালে বালইদোকান বাজারে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনাটি তিনি অবগত না। দুর্ঘটনার বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানায় কেউ সংবাদ দেয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।