খুলনার খবর।।সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুলিশ বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটে বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন।
আইজিপি বলেন, দেশের বিভিন্ন নির্বাচন–সংক্রান্ত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে ইতোমধ্যে একাধিক প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করা হয়েছে। দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নির্বাচন পরিবেশ স্বাভাবিক রাখায় পুলিশের করণীয় বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।তিনি আরও জানান, নির্বাচন কমিশন ও বাংলাদেশ সরকারের সার্বিক নির্দেশনা অনুসারে পুলিশ বাহিনী মাঠে কাজ করবে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, “স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন রাষ্ট্রের প্রতি আমাদের অঙ্গীকার। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। মাঠপর্যায়ের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা, লজিস্টিক সাপোর্ট, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ ইতোমধ্যে জোরদার করা হয়েছে। জনগণের আস্থা রক্ষাই আমাদের মূল দায়িত্ব।”মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।