অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল করতে হাইকোর্টের নির্দেশ দেওয়াকে সামনে রেখে বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে পথসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৫’ নভেম্বর) বিকালে বাংলাদেশ তারেক জিয়া ফোরামে কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু’র নেতৃত্বে জেলা ছাত্র দলের মোটর শোভাযাত্রার মাধ্যমে মোংলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মোংলা মিনি স্টেডিয়ামে এসে ফুটবল খেলোয়াড়দের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ পথসভা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মোংলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দিদারুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম শুভ, মোংলা কলেজ ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, সাবেক ছাত্র নেতা ও বর্তমান যুব নেতা রাহাত হোসেন মুন্না প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।