আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি।।মুন্সীগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্পের উদ্যোগে একদিনব্যাপী মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার সময় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্পের একটি সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, স্থায়ী উন্নয়ন এবং কমিউনিটি সহনশীলতা (Community Resilience) গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রশিক্ষকরা সাংবাদিকদের উদ্দেশে বলেন, সঠিক তথ্য, মানবিক গল্প, মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও প্রান্তিক মানুষের সমস্যা তুলে ধরলে প্রকল্পের লক্ষ্য ও কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে।সিসিডিবি-এনগেজ প্রকল্পের কর্মকর্তারা জানান, সাংবাদিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নারীদের এগিয়ে নিয়ে যেতে দায়িত্বশীল দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
ওয়ার্কশপ অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল টোয়েন্টিফোর টিভির সাতক্ষীরা জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস (ময়না), দেশ টিভি,ও বিডি নিউজ সিনিয়র করেসপন্ডেন্ট শরিফুল্লাহ কায়সার (সুমন)।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল।সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, আব্দুর রশিদ, জি,এম নজরুল, মাহফুজুর রহমান তালেব, মোহাম্মদ আল আমিন গাজী।
উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল হুদা ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অরডিনেটর স্টিভ রয় রূপন, স্টেপ অ্যান্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার, সি পি আর পি প্রকল্পের এরিয়া ম্যানেজার শৈলেন ফলিয়া, সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, মেহেরুন ফেরদৌস,
কমিউনিটি অর্গানাইজার ও সিসিডিবি কর্মকর্তা বৃন্দ জানান, ভবিষ্যতে আরও সফল মিডিয়া কার্যক্রমের জন্য এমন প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।