খুলনা প্রতিনিধি।।নির্বাচনী প্রচারণায় ফুলতলা উপজেলার বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে উঠান বৈঠকে নারীদের সার্বিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ আলি আসগার লবি। নারী স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা এবং নারীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ফুলতলা উপজেলার নারী ভোটারদের কাছে।
ইউনিয়নে নারীদের নিয়ে উঠান বৈঠকে আলি আসগার লবি বলেন, আমরা আপনাদের কর্মসংস্থানের জন্য যা যা প্রয়োজন সবকিছু করতে চাই।আমরা চাই নারীর প্রকৃত এবং পূর্ণ স্বাধীনতা। নারীরা যেন নিরাপত্তা সাথে রাস্তায় চলাফেরা করতে পারে এবং নির্ভীঘ্নে ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থা করতে চাই আমরা।
তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকার অবশ্যই নারীদের সার্বিক উন্নয়নে কাজ করবে। এজন্য তিনি নারীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করার প্রতি আহ্বান জানান।
ফুলতলা ইউনিয়নে নারীদের নিয়ে উঠান বৈঠকে মোহাম্মদ আলি আসগার লবি বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আমি আপনাদের পাশে রয়ে যাব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রত্যেকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।এ সময় তিনি বলেন আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে অবশ্যই আপনাদের এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় মন্দির সব জায়গায়তে আমি উন্নয়নের ছোঁয়া লাগাতে চাই। এ সময়ে উপস্থিত নারী ভোটাররা দুহাত তুলে তার প্রতি সমর্থন জানান।
আলি আসগার লবির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, প্রধান নির্বাচনের সমন্বয়ক জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। এছাড়া বক্তৃতা করেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক এবং ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটোসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।