মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সন্ধ্যায় ভারতের দিল্লির মালাঠা রাজ্যের মেডান্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিন্টুর শ্যালক শরিফ খান। মিন্টু ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যশোর কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার সন্তান অ্যাডভোকেট মিন্টু প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের আপন ভাগ্নে। বিএনপির কেশবপুর রাজনীতিতে তার অবদান ছিল অপরিসীম। তিনি উপজেলা বিএনপির একাধিকবার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ সালে তিনি যশোর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। শহরের আরএনরোডের বাড়িতে থাকতেন। আইন অঙ্গনে তার ছিল ব্যাপক জনপ্রিয়তা। তিনি সরকারি কৌঁসুলি এবং যশোর জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন থেকে আইনজীবী মহলসর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যশোর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, সাধারণ সম্পাদক এম এ গফুর।
এ ছাড়া বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষথেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।অ্যাডভোকেট মিন্টু প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের আপন ভাগ্নে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।