পরেশ দেবনাথ, কেশবপুর, যাশোর।।কেশবপুরে “ধানের শীষ”-এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (যশোর-৬) কেশবপুর উপজেলার বিএনপি কর্তৃক ধানের শীষের মনোনীত প্রার্থী, জনাব কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সাথে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শণিবার (২২ নভেম্বর-২৫) কেশবপুর বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দের আয়োজনে কেশবপুর আবুশারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর সম্মলিত শিক্ষক কর্মচারী জোটের আহবায়ক সহকারি অধ্যাপক মোঃ আবুল হাসান-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আব্দুল গফুর-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যশোর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মশিউর রহমান, ৬ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, কেশবপুর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, কেশবপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল প্রমূখ। অনুষ্ঠানে
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।