এস.এম.শামীম,দিঘলিয়া।। দিঘলিয়া বিদ্যুৎ সরবরাহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর স্টাফ কতৃক অসদুপায় অবলম্বনে চরম ভোগান্তিতে মীর রুহুল আমীনের পরিবার। ক্ষতিগ্রস্ত রুহুল আমীন মঙ্গলবার (২৫ নভেম্বর) দিঘলিয়া বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। রুহুল আমীন লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি সেনহাটি ৭নং ওয়ার্ডের বাসিন্দা তার বিদ্যুৎ গ্রাহক হিসাব নং-১০৯২৩১৮৪৬ মিটারের দুই মাসের(সেপ্টেম্বর ও অক্টোবর) বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তিনি ১৩ নভেম্বর দিঘলিয়া বিদ্যুৎ অফিসের বিলিং শাখার বিল পোস্টিং কম্পিউটার অপারেটর জনৈক সাব্বির এর নিকট গেলে তিনি বিলের কাগজে সীল স্বাক্ষর পূর্বক ২৭ নভেম্বর ২৫ তারিখ পর্যন্ত বিল প্রদানের সময় বর্ধিত করে দেয়।
কিন্তু পরবর্তীতে ২৪ নভেম্বর বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ তার বসত বাড়ীতে যেয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে চলে যায়। এতে করে রুহুল আমীন ও তার পরিবার চরম ভোগান্তি রয়েছে।
ক্ষতিগ্রস্ত রুহুল আমীন এ প্রতিবেদককে বলেন, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ ম্যাজিস্ট্রেট সহকারে আমার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে মিটার নিয়ে চলে যায় এবং সমন জারি করে। বিদ্যুৎ বিচ্ছিন্নকালে আমি উপ সহকারী প্রকৌশলীর সীল স্বাক্ষরকৃত বিলের কাগজে দেখালে সেটি তারা প্রত্যাখ্যান করে এবং এ বিষয়ে অবগত নন বলে জানায়। আমার এখন কোর্ট পর্যন্ত যেতে হবে সমস্যা সমাধানের জন্য। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক। সেকারণে আমি সঠিক বিচার পাওয়ার জন্য লিখিত আবাসিক প্রকৌশলী বরাবর অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, বিল পোস্টিং অপারেটর সাব্বির আমাদেরকে না জানিয়ে বিদ্যুৎ বিলের কাগজে উপ সহকারী প্রকৌশলীর সীল স্বাক্ষর ব্যবহার করেছে। এ কাজটি চরম অন্যায় এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।