মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো যবিপ্রবি এলাকা। আশপাশের কয়েক গ্রামের মানুষ মাইকিং করে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলছে বলে জানিয়েছে যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
সন্ধ্যায় ক্যাম্পাসের পাশের বাজারে এক নারী শিক্ষার্থী ফটোকপি করতে গেলে তাকে ইফটিজিং করা হয় বলে অভিযোগ করেন। পরে ক্যাম্পানের শিক্ষার্থীরা ওই দোকানিকে এসে মারপিট করে। এ ঘটনায় বাজারের দোকানিরা ক্ষেপে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন এবং স্থানীয়রা আসলে পুরো এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। যশোর কোতয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সন্ধ্যা সাতটার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন থানার ওসি।এদিকে, আজ দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সাজিয়ালী মৌজার কৃষক ও এলাকা বাসী। লিখিত বক্তব্যে তারা জানান ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম দফায় নামমাত্র দামে জমি দিলেও, পরবর্তীতে ন্যায্য ম‚ল্য দেওয়ার প্রতিশ্রুতি রাখা হয়নি। সকালে প্রেসক্লাব যশোরে এ মানববন্ধন হয়।
তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পাশে খালসংলগ্ন জমি অধিগ্রহণের সিদ্ধান্ত উপেক্ষা করে এখন এক কিলোমিটার দূরের জনবসতিপ‚র্ণ এলাকা ঘেঁষে নতুন করে জমি নেওয়ার চেষ্টা চলছে। এতে অতিরিক্ত ব্যয়, পানি নিষ্কাশনের অভাব এবং কৃষিজমি অনাবাদি হওয়ার আশঙ্কা রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।