খুলনার খবর।।খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ আজ শনিবার বেলা ১১: টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা পরিবেশবিদ খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কোঅর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, বাংলাদেশ লেবার পাটির জেলা সভাপতি প্রিন্সিপাল এ এস এম সাইফুদ্দোহা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল,নিরাপদ সড়ক চাই (নিসচা) র খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, আমরা বৃহত্তর খুলনা বাসীর সহ-সভাপতি রোটারিয়ান সরদার আবু তাহের, সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান, খুলনা সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মল্লিক জাহিদুল ইসলাম, কবি ও শিক্ষক মোঃ জুবায়ের হোসেন, অনলাইন পোর্টাল খুলনার সময়ের খবরের সম্পাদক সরদার মোঃ বাদশা, নাগরিক আইন পরিষদের ইন্সট্রাক্টর অ্যাডভোকেট মেহেদী হাসান, উন্নয়ন সংগঠক শাহ্ মোঃ লায়েক উল্লাহ, বাংলাদেশ যুব ইউনিয়নের খুলনা মহানগর সভাপতি সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কবি নাজমুল তারেক তুষার, কবি রহমত আলী, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার পরিচালক প্রমি আক্তার লিজা, চিংড়ি বনিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান মনোয়ার হোসেন লাভলু, শাহ্ মোঃ ওহিদুজ্জামান জাহাঙ্গীর, সাংবাদিক শাহীন হাওলাদার, আইন সহায়তা কেন্দ্র (আসক) মানবাধিকার ফাউন্ডেশনের এর মোঃ হাবিবুর রহমান আকন, আব্দুল হালিম মোল্লা, এন্ড্রো মিন্টু, মোঃ ইব্রাহীম খাঁন,এম এ কাদের বাবলু, ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ এর খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী আয়াতুল্লাহ সুলতান খান, খুলনা জেলা পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক খান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের খুলনা জেলা সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী বহুমুখী রাজনৈতিক বিশৃংখলা বিবেচনায় নিয়ে বিভিন্ন ধরনের অরাজকতা,খুন, ছিনতাই, চুরি,মব, অস্ত্রের মহড়া, মাদক ব্যবসা ইত্যাদি দমন করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরোক্ষভাবে ক্ষমতায়িত কিছু রাজনৈতিক দল, গোষ্ঠির আশ্রয় – প্রশ্রয়ে সুবিধাবাদী অসাধু চক্র মাদক ব্যবসা,খুন,রাহাজানীতে লিপ্ত হয়েছে। প্রসাশনের নিকট সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী,মাদক ব্যবসায়ীর তালিকা থাকা সত্ত্বেও অজানা কারণে তাদেরকে গ্রেফতার করছে না।
সন্ত্রাসীরা নানাবিধ অপকৌশলের আশ্রয় নিয়ে ঘটনার পর আলামত নষ্ট এবং নিরাপদে সটকে পড়লেও প্রসাশন পেশাদারিত্বের যায়গায় অযোগ্যতার পরিচয় দিচ্ছে।এ ব্যাপারে বড় রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণকে সচেতন ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন একদিকে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে অন্যদিকে ঘটনা ঘটার পর অনেক নিরীহ,নিরপরাধ জনগণ প্রসাশন দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। সমাবেশে এব্যাপারে প্রসাশন কে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।