মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি।।যশোর নড়াইল সড়কের যশোর সদরের দাইতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে ৩৭৮২ পিস ইয়াবাসহ নাহিদ হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক নাহিদ সাতক্ষীরার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নাহিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, তিনি ঢাকা থেকে বাগআঁচড়া যাওয়ার পথে ইয়াবাগুলো বহন করছিলেন।বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। এছাড়া তাঁর কাছ থেকে ২টি মোবাইল ফোন (মূল্য ১৬ হাজার ৫০০ টাকা) ও নগদ ১ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে মোট সিজারের মূল্য দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৫০ টাকা।
আটক নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জিত হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।