আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মশালায় উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তৃতা প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারীরা তাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় তরুণদের উন্নতি, সামাজিক দায়বদ্ধতা, মাদকমুক্ত সমাজ, বেকারত্ব দূরীকরণ বিষয় বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাদের চিন্তা ও কর্মকে গুরুত্ব দিতে হবে।উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, আমাদের তরুণ সমাজই আমাদের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও উদ্যম দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখতে পারে।তিনি তরুণদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষমতা প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে চাই। তরুণরাই পারবেন আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে।মোল্লাহাটের তরুণেরা তাদের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একত্রিত হয়েছে, যা সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।