খুলনার খবর।।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে চিলাহাটি–খুলনা রেলপথে চলাচলরত চিলাহাটী থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন। নিহত যুবকের নাম তৌহিদ (২৮)। তিনি দৌলতপুর থানার অন্তর্গত মহেশ্বরপাশা এলাকার মুন্সিপাড়া, মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মিলন মিস্ত্রির ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তৌহিদ পারিবারিকভাবে অবহেলিত জীবন যাপন করতেন। তিনি সৎ মায়ের সংসারে বড় হয়েছেন এবং দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এলাকাবাসীর দাবি, পরিবার থেকে তার কোনও নিয়মিত খোঁজখবর রাখা হতো না।এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদক কারবারের রানার (বিক্রির মধ্যবর্তী বাহক) হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিস্তারিত বক্তব্য এখনও পাওয়া যায়নি।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনা নাকি আত্মঘাতী, সে বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের রেললাইন পারাপারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।