খুলনার খবর।।আগামীকাল থেকে খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী খুলনা বিভাগীয় ইজতেমা। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমাটি চলবে আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার)।
ইজতেমার ভেন্যু নির্ধারণ করা হয়েছে খুলনার ময়ূর আবাসিক এলাকা, সোনাডাঙ্গা বাইপাস সড়কে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে এই ধর্মীয় জমায়েত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ইজতেমা উপলক্ষে বিশেষ বয়ান, দরুদ, তাসবিহ ও সম্মিলিত দোয়ার আয়োজন থাকবে। মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।খুলনা ও আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসলমানদের এই ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।