পাইকগাছা খুলনা প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ও মারপিট করে ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত বক্তব্য উপজেলা কমলাপুর গ্রামের মৃত আব্দুর সাত্তার সানার ছেলে আব্দুল হক বলেন, কমলাপুর মৌজায় বিভিন্ন দাগে ১.৩২ একর জমির মালিক আমরা।
যা চুড়ান্ত রেকর্ড প্রস্তুত হয়েছে। প্রতিপক্ষ গড়েরাবাদ গ্রামের কুদ্দুস সানা, ভিলেজ পাইকগাছা গ্রামের সবুর সানা, ডাবলু সানা, আল-আমিন সানা, মমিন সানা গং আমাদের রেকর্ডীয় জমি দীর্ঘদিন জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছে। আমরা নালিশী জমির উপর নির্বাহী আদালতে ১৪৪ ধারার নিষেধাজ্ঞার মামলা করি আদালত তদন্ত করে দখল ভিত্তিক স্থিতিয়াবস্থা বজায় রাখতে নোটিশ প্রদান করেন। আমরা জমিতে ধান রোপন করি। ধান পাকার আগেই কুদ্দুস সানা গং ধান কেটে নেয়ার হুমকি দিলে আবারো ১৮৮ ধারায় আদালতে আবেদন করলে গত ২০ অক্টোবর ২৫ ইং ১৮৮ ধারার নোটিশ প্রদান করেন। প্রতিপক্ষরা আদালতের দেয়া ১৮৮ ধারা বলবত থাকা জমি থেকে গত ৮ ডিসেম্বর ধান কাটেন।
বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করালে সেখানে ১০৭/১১৭ ধারা জারি করে। এতোকিছুর পরেও গত ১১ ডিসেম্বর জমি থেকে ধান নিয় যেতে গেলে আমরা আদালতের আদেশ মানতে বল্লে আমাদের মারপিট করে। এতে আমার ভাইপো করিম সানা মারাত্মক জখম হয়।প্রতিপক্ষ করিম সানার বক্তব্য জানতে তার মুঠো ফোনে কয়েকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।